আইপিএলে খেলার পাশাপাশি ইতিমধ্যেই ভারতের কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক ক্রিকেটার। কেকেআরের প্যাট কামিন্সের অনুদান দিয়ে শুরু হয়েছিল সেই অভিযান। তারপর একে একে রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। এবার কোভিড মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন পৌঁছে দিতে অর্থ জোগাড়ের প্রয়াসে নামল আরসিবি। ইতিমধ্যেই কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ নীল রঙের জার্সি গায়ে চাপিয়েছেন বিরাট কোহলিরা। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে আরসিবি জানিয়েছে, “আগামী কোনও একটি ম্যাচে বিশেষ নীল রঙের জার্সি গায়ে চাপিয়ে খেলবে দল। এর মধ্যে দিয়েই ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের সম্মান ও পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হবে। পিপিই কিট পরে যাঁরা দিনরাত এক করে অতিমারীতে লড়ছেন, তাঁদের সম্মান জানাতেই এই প্রয়াস।”
প্রশ্ন হল, কীভাবে করোনা মোকাবিলার জন্য অর্থ যোগান করবে আইপিএলের তিনবারের রানার্স আপরা? জানা গিয়েছে, এই জার্সিগুলিতেই সব ক্রিকেটারের সই থাকবে। যেগুলি নিলামে তোলা হবে। তার থেকে প্রাপ্ত অর্থই চিকিৎসা ক্ষেত্রে ও অক্সিজেন কেনার জন্য ব্যবহার করা হবে। এর আগে কোভিড পরিস্থিতিতে দেশবাসীকে সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন কোহলি। করোনাবিধি মেনে চলার পরামর্শও দিয়েছিলেন। এবার টাকা তুলতে নতুন রূপে ধরা দিতে চলেছে ব্যাঙ্গালোর। এভাবে আইপিএলের দলগুলি দেশের বিপদে এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরাও।