রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বাংলা নিজের মেয়েকেই চেয়েছে। বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করেছে তৃণমূল। গতকাল, থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে কবে?
সোমবার বিকেলে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সেই সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারেন ৫ মে। অন্যান্য বিধায়করা ৬ মে শপথ নিতে পারেন।
এদিন বিকেলে তৃণমূল ভবনে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারেন তিনি। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার পরিষদীয় দলের নির্বাচিত করেন জয়ী বিধায়করা।
এদিনের বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তাঁকেই বিধানসভার অধ্যক্ষ পদে বসানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ মে তিনি ‘প্রোটেম স্পিকার’ হিসাবে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিমানবাবু। তাঁর হাতে দায়িত্ব তুলে দেবেন সুব্রত মুখোপাধ্যায়।
এদিন জয়ী প্রতিনিধিদের সঙ্গে বেশকিছুক্ষণ বৈঠক করেন মমতা। সেই বৈঠকে নিজের নিজের বিধানসভার মানুষের জন্য ভালভাবে কাজ করা এবং মানুষের সমস্যা যথাযথভাবে মেটানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে হাজির ছিলেন দলের প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি। ছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের ভোটকুশলী প্রশান্ত কিশোর।