বৃহস্পতিবার রাজ্যে ছিল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ফল ঘোষণার পর দেখা গিয়েছে একুশের নির্বাচনে বাংলার মেয়ের ওপরেই আস্থা রেখেছে রাজ্যবাসী। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত গতকাল সকাল থেকেই বাংলা জুড়ে চলেছে মমতা সুনামির ঢেউ। আর তাতেই কার্যত ১০০’র অনেক আগেই থেমে যেতে হয়েছে বিজেপিকে। অথচ এই গেরুয়া দল থেকেই হাঁক দেওয়া হয়েছিল, ‘আব কে বার ২০০ পার।’ বাস্তবে তার অর্ধেকও পেল না বিজেপি। বরং ২০০-এর বেশি আসন পেয়েছে ঘাসফুল শিবিরই। এই অবস্থায় একুশের নির্বাচনে সব থেকে বড় ব্যবধানে জয়ী ও সব থেকে কম ব্যবধানে পরাজয়ের নজির গড়ল উত্তরবঙ্গের দুই কেন্দ্র। কার্যত সেই দুই কেন্দ্রের ফলাফলই বলে দিচ্ছে এবারে বাংলা জুড়ে কেমন মমতা ঝড় বয়ে গিয়েছে।
রাজ্যের মধ্যে এবার সব থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের আব্দুল গণি। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তিনি ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্দুল গণি পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৪৪৫টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের ঈষা খান চৌধুরী পান মাত্র ২২ হাজার ২৮২টি ভোট। এবারের নির্বাচনে এটাই সব থেকে বড় ব্যবধানে জেতা আসন। অন্যদিকে কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্র থেকে সব থেকে কম ব্যবধানে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি মাত্র ৫৭ ভোটে পরাস্ত হয়েছেন। ওই কেন্দ্রের জয়ী বিজেপির প্রার্থী নিশীথ অধিকারী পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৫টি ভোট। আর তৃণমূল প্রার্থী হিসাবে উদয়ন গুহ পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯৭৮ ভোট।
