এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু গ্যাংস্টার তথা প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ শাহবুদ্দিনের। খুনের মামলার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল শাহাবুদ্দিনের। বন্দী ছিলেন দিল্লীর তিহাড় জেলে। গত ১৯ এপ্রিল সেখানেই করোনায় আক্রান্ত হন তিনি। শনিবার নয়াদিল্লীর দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাহুবলী নেতা। বয়স হয়েছিল ৫৪ বছর।
তিহাড় জেলের ডিজি সন্দীপ গোয়েল এক সর্বভারতীয় সংবাদমধ্যমে জানান, ‘তিহার জেলে গত ২০ এপ্রিল করোনা সংক্রমণ ধরা পড়ে শাহাবুদ্দিনের শরীরে। তার পরেই তাকে ভর্তি করা হয় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, ২০০৪ সালের একটি জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় শাহাবুদ্দিনের। তার পর থেকেই শাহাবুদ্দিনের ঠিকানা ছিল তিহাড় জেল। এদিকে, তিহাড় জেল সূত্রে খবর, জেলে ২২৭ জন কয়েদি ও ৬০ জন কারাকর্মী বর্তমানে করোনা আক্রান্ত। এদের মধ্যে একজন জেল সুপার ও একজন চিকিৎসকও রয়েছেন।