দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। এই পরিস্থিতিতে দেশবাসীকে সাহায্য করতে মেডিকেল চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার হেল্পলাইন খুললেন রাহুল গান্ধী।
নিজেই টুইট করে এ কথা জানিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ভারতের ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণকে সাহায্য করা দরকার। আমরা হ্যালো ডক্টর নামে একটি মেডিকেল অ্যাডভাইসরি হেল্পলাইন চালু করেছি। একটি মোবাইল নম্বর দিয়ে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য সেখানে যোগাযোগ করার আবেদন করেছেন তিনি। পাশাপাশি ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরও রাহুলের আবেদন, তাঁরা যাতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে সামিল হন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ চাই যাঁদের, তাঁদের সাহায্য করেন।
প্রসঙ্গত, করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জেরবার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে সরব রাহুল। আর এবার নিজেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন রাহুল। তিনি লিখেছেন, ডাক্তারদের আবেদন করছি, তাঁরা যেন ভারতব্যাপী করোনা রোগীদের নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান দিয়ে সাহায্য করে তাঁদের পাশে দাঁড়ান। এক অভূতপূর্ব চিকিৎসা সঙ্কট চলছে। দেশবাসীর এখন চাই আমাদের সবার সমবেদনা, সহানুভূতি, সমর্থন, আশা-ভরসা। আপনি চিকিৎসক হয়ে থাকলে দয়া করে এআইসিসি-র উদ্যোগে চালু হওয়া হ্যালো ডক্টর-এ নাম লেখান বিপন্ন রোগীকে পরামর্শ দিতে।