শ্মশান হোক বা কবরস্থানে, ঘণ্টার পর ঘণ্টা সেখানে করোনায় মৃতের দেহ পড়ে থাকার অভিযোগ উঠেছে বারবার। এমনকি ভোটের মরসুমে খাস কলকাতা শহরেও দেখা গিয়েছে সেই ছবি। তাই এবার ভোট মিটতেই সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তৎপর হল কলকাতা পুরসভা। আক্রান্তের মৃত্যু হলে পূর্ণ মর্যাদায় দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। দেওয়া হয়েছে বেশ কিছু নম্বরও।
ধাপার মাঠের পিছনে পোড়ানো হয় করোনা আক্রান্তের দেহ। আর দেহ সৎকার করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পরিবার পরিজনকে। সৎকারের জন্য কারও কাছে ১০ হাজার, কারও কাছে ১৫ হাজার টাকা চাওয়া হচ্ছে। সে সব নিয়ে বারবার অভিযোগ উঠছিল প্রশাসনের গাফিলতির। এরপরই নড়েচড়ে বসে পুরসভা। সৎকারের ব্যবস্থার জন্য বোরো ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। তাঁদের ফোন নম্বরও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং ওয়েব সাইটে।
১ থেকে ৫, ৬ থেকে ১০ ও ১১ থেকে ১৫- এই তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের দায়িত্বে রয়েছে ডেপুটি সিএমএইচও ডা. বাসুদেব মুখোপাধ্যায়, দ্বিতীয় ভাগে ৬ নম্বর বোরোর এক্সিকিউটিভ হেল্থ অফিসার ডা. উৎপল কাঞ্জি ও তৃতীয় ভাগে ১১ নম্বরের এক্সিকিউটিভ হেল্থ অফিসার ডা. সুব্রত মৌলিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এদের ব্যক্তিগত নম্বরও প্রকাশ করে দেওয়া হয়েছে। যাতে যে কোনও সময় অসুবিধায় পড়লেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়।