দেশজুড়ে করোনার ভ্যাক্সিনের আকালের জন্য প্রধানমন্ত্রী জন্যে নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। টুইট করে তিনি লেখেন, “দেশের এই করোনা পরিস্থিতি সামাল দিতে অসফল নরেন্দ্র মোদী। একটি রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ২০২১ থেকে এই অবধি ৬.৬ কোটি ভ্যাক্সিন বিদেশে পাঠানো হয়েছে। এই সংখ্যক ভ্যাক্সিন দিল্লী, মুম্বাই এবং কলকাতার সবাইকে দেওয়ার জন্যে যথেষ্ট। দেশের এই দুর্দশাতেও মোদী বাংলা দখলে ব্যস্ত।”
উল্লেখ্য, দেশের নানান প্রান্তে ভ্যাক্সিনের অভাবে করোনার বলি হচ্ছেন হাজার হাজার মানুষ। এই অবস্থায় কেন্দ্র সরকারের বিদেশে ভ্যাক্সিন পাঠানোর বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই সুরে সুর মেলালেন অমিত মিত্র।