কেন্দ্রের সঙ্গে রাজ্যে করোনার টিকার দামের ফারাক নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে, গতকাল রাজ্যগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের বিক্রয় মূল্য ১০০ টাকা কমিয়ে দিয়েছে সেরাম ইনস্টিটিউট। তাতেও অবশ্য কেন্দ্র-রাজ্য দামের ফারাক কমেনি। এই নিয়ে মোদীকে বিঁধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভ্যাকসিনের ক্ষেত্রেও ‘এক দেশ এক দাম’ হওয়া উচিত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন টুইট করেন, ”বিড়ম্বনায় পড়ে রাজ্যকে বেচার জন্য ভ্যাকসিনের দাম ৪০০ টাকা থেকে কমিয়ে করা হল ৩০০ টাকা। যদিও এখনও ১৫০ টাকায় প্রতিষেধক পাচ্ছে কেন্দ্র। কিন্তু, রাজ্যকে দ্বিগুণ দাম দিতে বাধ্য করা হচ্ছে। এই ফারাক ব্যাখ্যাতীত।” এরপর এই করোনা ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার কাছ থেকে কেন্দ্র কাটমানি নিচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।
তাঁর মন্তব্য, অতিমারির হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে পারে ভ্যাকসিন। অথচ তা থেকে কাটমানি নিচ্ছে মোদী সরকার। রাজ্যগুলিকে লুঠছে। ভারতের ৬৩ শতাংশ মানুষ আপনাকে ভোট দেয়নি বলেই কি এই অসাম্য তৈরি করছেন প্রধানমন্ত্রী? কোভিশিল্ডের দাম ১০০ টাকা কমানোর কথা এ দিন ঘোষণা করেন সেরামের সিইও আদার পুনাওয়ালা। জানান,”সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জনহিতে আমি রাজ্যগুলির জন্য ডোজ পিছু দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করছি। নতুন দাম এখন থেকেই কার্যকর হবে।”