বোলিং ব্যর্থতার কারণে চলতি আইপিএলে ফের একবার হারের সম্মুখীন হতে হল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদকে। স্কোরবোর্ডে বেশ সম্মানজনক রানই তুলেছিল হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের ছন্দে থাকা ব্যাটসম্যানদের সামনে রীতিমত অসহায় হয়ে পড়েছিলেন ওয়ার্নারের দলের বোলাররা। এই নিয়ে ছয় ম্যাচে ৫ বার হারল তারা। লিগ তালিকাতেও সবার শেষে রয়েছে ওয়ার্নার ব্রিগেড।
গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। জনি বেয়ারস্টো দলের ২২ রানের মাথায় আউট হলেও ওয়ার্নারকে যোগ্য সঙ্গত দেন মণীশ পান্ডে। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। তবে লুনগি এনগিডি একই ওভারে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ায় চাপে পড়ে গিয়েছিল হায়দ্রাবাদ। সেই চাপ কাটিয়ে দেন কেন উইলিয়ামসন। তাঁর ১০ বলে ঝোড়ো ২৬ রানের সৌজন্যে ১৭১ রানে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
তবে রান তাড়া করতে নেমে এক বারের জন্যেও অস্বস্তিতে পড়েনি চেন্নাইয়ের ওপেনিং জুটি। তরুণ রুতুরাজ গায়কোয়াড় এবং অভিজ্ঞ ফ্যাফ দু’প্লেসি- এই দু’জনেই চলতি প্রতিযোগিতায় ভাল ছন্দে রয়েছেন। সেই ছন্দ বজায় রেখেই প্রথম উইকেটে দু’জনে ১২৯ রান তুলে দেন। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে যায়। বেশি মারমুখী ছিলেন রুতুরাজ। প্রথম দিকে সে ভাবে খেলতে না পারলেও, যত দিন যাচ্ছে তাঁর ব্যাট থেকে তত রান আসছে। তবে শেষ অবধি চেন্নাইয়ের হয়ে ম্যাচ শেষ করে আসেন সুরেশ রায়না এবং দলের থ্রি-ডি প্লেয়ার রবীন্দ্র জাডেজা। এই ম্যাচ জিতে আরসিবি-কে টপকে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস।