করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণে এবার আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার তিনি নিজেই টুইট করে এই খবরটি জানিয়েছেন। টুইটে গেহলট লেখেন, “আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার কোনও উপসর্গ দেখা দেয়নি। এমনিতে সব ঠিকই আছে। আমি আইসোলেশনে থেকে কাজ করব। করোনা বিধি মেনে চলব।”
বুধবারই তাঁর স্ত্রী সুনিতা গেহলটের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। তিনিও অবশ্য উপসর্গহীন। বাড়িতেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। দেশজুড়ে করোনা ভাইরাস এখন রক্তচক্ষু দেখাচ্ছে। প্রতিটি রাজ্যে ছেয়ে গিয়েছে এই সংক্রমণ। মহারাষ্ট্র, দিল্লী, পাঞ্জাব, উড়িষ্যা-সহ বিভিন্ন রাজ্যে সংক্রমণের মাত্রা অনেক বেশি। কোথাও কোথাও নাইট কার্ফু থেকে লকডাউন সবই করা হচ্ছে।
জানা গিয়েছে, শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পরেইআইসোলেশনে চলে গেছেন অশোক গেহলট। সেখান থেকেই রাজ্যের কাজ তিনি করবেন বলে জানিয়ে দিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে রোজ রিভিউ মিটিং করা হবে বলেও ঠিক হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এবার রাজস্থানেও জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। তবে সেখানে গোটা রাজ্যের পরিস্থিতি ঠিক কেমন, তা এখনও জানা যায়নি।