করোনা কাবু গোটা ভারত। সঙ্কট ময় পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে ধুঁকছে একের পর এক রাজ্য। দিল্লীতেও একটানা বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমনকী রাজধানীতে চিতা জ্বালানোর জায়গা না পেয়ে লোকালয়েই তুলে আনতে হয়েছে শ্মশান। এই ঘোর সঙ্কটময় পরিস্থিতিতির মধ্যেও দিল্লীতে ঝড়ের গতিতে দৌড়চ্ছে কেন্দ্রীয় সরকারের নয়া সংসদ ভবন নির্মাণ এবং সংসদ ভবন চত্বরের সৌন্দর্যায়ন প্রকল্প বা সহজ কথায় সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। এবার যা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সংসদ ভবন নির্মাণের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে প্রায় ৯৭১ কোটি টাকা। বরাত পেয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড। ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়েই তৈরি হবে এই নতুন ভবন। সূত্রের খবর, নবনির্মিত সংসদ ভবনে লোকসভার আসন সংখ্যা হতে চলেছে ৮৮৮, এবং রাজ্যসভার আসন সংখ্যা ৩৮৪। গোটা সংসদ ভবনটিই হবে ভূমিকম্প প্রতিরোধী চারতল বিশিষ্ট। সংলগ্ন ভবনে প্রত্যেক সাংসদের আলাদা ঘর থাকবে বলেও জানা যাচ্ছে।
গোটা প্রকল্প বাস্তবায়িত করতে সরাসরি ২০০০ মানুষ এবং পরোক্ষভাবে আরও ৯০০০ মানুষ কাজ করছেন বলেও খবর। এদিকে করোনার প্রকোপে যাতে সৌন্দর্যায়নের কাজ থমকে না যায়, তার জন্য স্বাস্থ্য পরিষেবার মতোই নয়া সংসদ ভবন নির্মাণ প্রকল্পকে জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। মহামারীকালে সরকারের এই সিদ্ধান্তেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এমতাবস্থায় রাহুল গান্ধীর টুইট যে সেই বিতর্কেই আরও ঘৃতাহুতি দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিলের ১৫ তারিখ করোনার কবলে পড়েন রাহুল গান্ধী। এদিকে তারপর থেকেই যেন করোনা মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে আরও বেশি মুখর হয়েছেন রাহুল। যদিও গত বছরের লকডাউনের কৌশল হোক বা চলতি বছরের টিকাকরণের প্রক্রিয়া দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের হয়রানির জন্য মোদীকেই কাঠগড়ায় তুলেছেন রাহুল।