গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের বেশি। এদিকে, রাজ্যেও একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে ১,৩৬৭টি বেড করোনা চিকিৎসার জন্য অধিগ্রহণ করল রাজ্য সরকার। আজ এক নির্দেশিকা জারি করে এই খবরটি জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের মোট ২৪টি বেসরকারি হাসপাতালে ওইসব বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্য ভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ মতো করোনা রোগীদের ভর্তি করতে হবে। রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে হবে। যেসব রোগী স্বাস্থ্যভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি হবেন তাদেরকে বেসরকারি হাসপাতালের রোগী বলেই গন্য করা হবে।
উল্লেখ্য, রাজ্যের কোন কোন হাসপাতালে বেড নেওয়া হয়েছে তার একটি তালিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। বর্তমানে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে রাজ্যের সরকারি হাসপাতালে আর রোগীদের জায়গা হচ্ছে না। ফলে বেসরকারি হাসপাতালগুলিকে আগেই তৈরি থাকতে বলেছিল সরকার। পাশপাশি এও বলা হয়েছিল বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ বেড রাখতে হবে করোনা রোগীদের জন্য। শনিবার এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করে স্বাস্থ্য কমিশন।
কমিশনের তরফে ওই নির্দেশিকায় বলা হয়, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বেডের সংখ্যা না বাড়ালে বহু মূল্যবান প্রাণ অকালে ঝরে যাবে। ফলে বেসরকারি হাসপাতালগুলির ৪০ শতাংশ শয্যা রাখতে হবে আপাতকালীন চিকিৎসা, ডে কেয়ার বেড, জরুরি অস্ত্রোপচার ও ডায়ালিসিসের জন্য। বাকী ৬০ শতাংশ বেড রাখতে হবে একমাত্র করোনা রোগীদের জন্য। তবে রাজ্যের বহু বেসরকারি হাসপাতাল এমনিতেই বেড সংখ্যা বাড়িয়েছে।