সোমবার রাজ্যে চলছে সপ্তম দফার নির্বাচন। এই দফায় ভোট আসানসোল দক্ষিণ কেন্দ্রেও। এবার সেখানেই টুপি নিয়ে বাগযুদ্ধে জড়ালেন আসানসোল দক্ষিণের তৃণমূল ও বিজেপি প্রার্থী। এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টুপি পরে বসেছিলেন তৃণমূলের নির্বাচনী এজেন্ট। এই অভিযোগ নিয়ে সোচ্চার হন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বুথে ঢুকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে দেন অগ্নিমিত্রা।
এ নিয়ে অগ্নিমিত্রার বিরুদ্ধে পালটা কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অগ্নিমিত্রাকে নিশানা করে তিনি বলেন, ‘ওঁর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তিনি নিজের মাথার চুল ছিঁড়তে পারছেন না। তাই অন্য কারওর টুপিটা ছিঁড়ে ফেলছেন।’ অন্যদিকে, বার্নপুর শান্তিনগর সোনামাটি স্কুলের কাছে তৃণমূল কর্মীরা জমায়েত করছিল বলে অভিযোগ। পুলিশ সেই জমায়েত হটিয়ে দিলে এই নিয়ে এক পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সায়নী। তিনি ওই পুলিশ কর্মীকে বলেন, ডোন্ট সাউট।