ফের অভিযোগের নিশানায় কেন্দ্রীয় বাহিনী। এক কিলোমিটার দূরে করা হয়েছে বুথ। নির্বাচন বিধি আওতায় পড়েনি কার্যালয়। তাই সকালে ওই কার্যালয়ের মধ্যেই দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করছিল তৃণমূল। কিন্তু আচমকাই সমস্ত আয়োজন পণ্ড করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর পূর্ব বিধানসভার মলানদিঘিতে ২১৫ নম্বর বুথ কেন্দ্র এলাকায়।
তৃণমূলের অভিযোগ, কার্যালয়ে এসে সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করে দেয় বাহিনী। এমনকি সেখান থেকে সমস্ত কর্মীদের বের করে দিয়ে কার্যালয়ের সার্টার বন্ধ করে দেয় তাঁরা। স্থানীয় তৃণমূল কর্মী ও নেতারা জানিয়েছেন, মলানদিঘি খুবই শান্ত এলাকা। এখানে কোনও দিনই ভোটে উত্তেজনা হয়নি। তাই নির্বাচন কমিশন এখানে দুটি মহিলা বুথ করেছে।
এবিষয়ে তাঁদের দাবি, সামনেই বিজেপিও নিজেদের কর্মীদের জন্য কার্যালয়ে খাবার দাওয়ারের ব্যবস্থা করেছে। কিন্তু বিজেপি কার্যালয়ে ছেড়ে একমাত্র তৃণমূল কার্যলয়কে টার্গেট করা হল। বাহিনীর দাবি ছিল, তৃণমূলের কার্যালয়টি বুথের অনেক কাছে রয়েছে। তাই নিয়মমত কার্যালয় খোলা যাবে না। তৃণমূলের আরও অভিযোগ, বাহিনীর মারে তিন দলীয় কর্মী আহত হয়েছে। কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেছে বিজেপি। পরে থানায় বিষয়টি জানালে সেখান থেকে কার্যালয় খুলে দেওয়ার কথা জানানো হয়। তৃণমূল কর্মীরা বলেন, বিজেপি কর্মীদের কথা মতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।