গত বৃহস্পতিবার, ২২ এপ্রিল রাজ্যে ছিল ষষ্ঠ দফার নির্বাচন। সেই দফায় ভোট গ্রহণ ছিল নৈহাটি এলাকাতেও। ভোটের দিন সেখানে বিক্ষিপ্ত অশান্তি হলেও ভোট মিটে যাওয়ার পর শুক্রবার সারা রাত বোমাবাজি চলেছে নৈহাটি এলাকায়। বাদ গেল না কাঁচরাপাড়াও। ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বেবি বণিকের বাড়িতে তুমুল বোমাবাজি চলল গভীর রাতে।
তৃণমূল নেত্রী বলেন, রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা এসে দুটি বোমা ছুড়ে পালিয়ে যায়। তার মধ্যে একটি বোমা ফাটলেও অন্যটি ফাটেনি। বোমা বিস্ফোরণে চুরমার হয়ে যায় বাড়ির দরজা-জানলার কাচ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরের স্বামীও স্থানীয় নেতা। তিনি বলেন, সিপিএমের জামানতেও এই এলাকায় কখনও বোমাবাজি হয়নি। এই এলাকায় খুবই শান্তিপূর্ণ। তাহলে কারা করল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল করবে না, সিপিএমও করেনি। এবার বুঝে নিন কারা করেছে।