দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই সেখানে বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্তও একটু শ্বাস নেওয়ার চেষ্টাও বৃথা গিয়েছে বহু রোগীর। অক্সিজেনের অভাব তাঁদের মৃত্যু ত্বরান্বিত করেছে। এবার যেমন অমৃতসরের হাসপাতালে অক্সিজেনের অভাব ৫ জনের করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। গত ৪৮ ঘণ্টা ধরে এই পরিস্থিতি সেখানকার।
কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি নীতি অনুযায়ী, সরকারি হাসপাতালে আগে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তারপর বেসরকারি হাসপাতালে অক্সিজেন প্রাপ্তির সুযোগ মিলছে। আর তাতেই সর্বনাশ যা ঘটার ঘটে যাচ্ছে। অন্যদিকে, আরও ভয়াবহ ছবি উঠে আসছে দিল্লীর হাসপাতালগুলি থেকে। কোথাও মাত্র ১২ ঘণ্টার জন্য অক্সিজেন মজুত রয়েছে, কেউ বা রোগী ফিরিয়ে দিচ্ছে অক্সিজেন নেই বলে। সরোজ হাসপাতাল যেমন স্পষ্টই জানাচ্ছে, অক্সিজেনেরে অভাব, ঝুঁকি না নিয়ে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, মাত্র এক টন অক্সিজেন সিলিন্ডার পৌঁছেছে। তা ২৬০ জন রোগীর পক্ষে যথেষ্ট অপ্রতুল। তাই সংকট থেকেই যাচ্ছে। ফলে অক্সিজেনের অভাব সবচেয়ে প্রকট রাজধানী দিল্লীতে।