দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। কিন্তু অনেক আগেই বামেরা যখন বাংলায় সব বড় সভা বন্ধ করেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাতিল করেছেন রাজ্য সফর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচী করবেন না, বক্তৃতাও হবে ছোট, তখনও অপরিবর্তিতই ছিল বাংলায় তাঁর প্রস্তাবিত কর্মসূচী। তবে হঠাতই বাংলায় সভা বাতিল করেছেন মোদী। শুক্রবার বাংলায় চারটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু টুইটে তিনি জানান, ‘করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। বাংলায় আসতে পারছেন না তিনি।’ এবার এ নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল।
ষষ্ঠ দফা ভোটের পর সংবাদমাধ্যমের সামনে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘সুন্দর ভোট হয়েছে। তিনটে সিট বিপুলভাবে জিতে গিয়েছি। যে ভোট হল আজকে একটাও ভোট বিজেপি পাবে না। নরেন্দ্র মোদী পালিয়ে গেলেন, অমিত শাহ পালিয়ে গেলেন। যা ভোট হয়েছে বিজেপি একটাও পাবে না। তার জন্যই নরেন্দ্র মোদী সিউড়ির মিটিং বাতিল করলেন। অমিত শাহর তিনটে মিটিং ছিল। কিন্তু উনি একটা মিটিং করেই পালিয়ে গেলেন।’ অনুব্রতর দাবি, ‘ওনারা বুঝতে পেরেছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।’