ফের কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকনগরে গুলিচালানোর অভিযোগ প্রসঙ্গে বললেন, ‘আপনারা গুলি চালালে আমরা আইনি পদক্ষেপ নেবই’। আসানসোলের মাটিতে দাঁড়িয়ে তুলোধোনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়কে।
বঙ্গে বিধানসভা ভোট শুরু হয়েছে মার্চের শেষে। আজ অর্থাৎ বৃহস্পতিবার চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। সপ্তম দফায় অর্থাৎ ২৬ এপ্রিল আসানসোল উত্তর ও বারাবণী আসনে নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ওই এলাকায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অশোকনগরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘খবর পেয়েছি আজ আবার অশোকনগরে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। দু’জন হাসপাতালে ভর্তি। বাহিনীকে বলছি রাজধর্ম পালন করুন, নাহলে আমরা এফআইআর করব, আইনি পদক্ষেপ নেব’। এরপরই বাহিনী ও বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বাহিনী দু-এক জায়গায় ঝামেলা করতে পারবে। বিজেপি ওদের দিয়ে কয়েকটা সিট পেলেও বাংলায় জিততে পারবে না কোনওদিন। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘ষষ্ঠ দফার নির্বাচেন চার থেকে পাঁচটির বেশি আসন পাবে না বিজেপি’।
এদিন আসানসোলের মাটিতে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়কে একহাত নেন তিনি। আসানসোল ছেড়ে টালিগঞ্জের প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করে বলেন, ‘লোকসভা নির্বাচনে যাঁকে জিতিয়েছিলেন তিনি আপনাদের ফেলে রেখে মাঝপথে পালিয়ে গেল টালিগঞ্জে। শিল্পীদের আমি সম্মান করি। কিন্তু ওঁর মতো মিথ্যেবাদী শিল্পী আমি কোথাও দেখিনি’। এদিনে সভা থেকে মমতা বলেন, ‘রাজ্যবাসীর স্বার্থে যা কাজ করার প্রয়োজন ছিল, তার সবটাই হয়ে গিয়েছে। এবার শুধু বাকি বিজেপিকে বিদায় করা’। তৃণমূল নেত্রী একশো শতাংশ নিশ্চিত যে বিজেপি কোনওভাবেই বাংলার দায়িত্ব পাবে না।