দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরেই প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিল৷ কিন্তু এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করার একমাত্র অস্ত্র টিকার জোগানে টান। চাইলেও রাজ্যগুলিকে পর্যাপ্ত টিকা পাঠাচ্ছে না মোদী সরকার। এই পরিস্থিতিতে ১মে থেকে শুরু হতে চলা নয়া টিকাকরণ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পাশাপাশি করোনা টিকাকরণ নিয়ে কেন্দ্রের বর্তমান নীতির কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।
কংগ্রেস সভাপতির অভিযোগ, যাঁদের বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে, তাঁদের বিনামূল্যে টিকা দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি উদাসীন মোদী সরকার। তাঁর মতে, গত বছরের ভয়াবহ অভিজ্ঞতা থেকে কোনও শিক্ষা নেয়নি কেন্দ্র। কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন অল্প বয়সীরা। তরুণদের টিকাকরণ নিয়ে বৈষম্যের পাশাপাশি টিকার দাম নিয়েও যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বিষয়েও চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন সোনিয়া। তোপ দেগেছেন টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে।
টিকার দামের বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সোনিয়া লেখেন, এর জেরে সাধারণ মানুষকে টিকা নেওয়ার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে। তাছাড়া রাজ্য সরকারগুলির ভাঁড়ারে এর প্রভাব পড়বে। সোনিয়ার প্রশ্ন, একই সংস্থার তৈরি একই টিকার দামে এত ব্যবধান হয় কীভাবে? পাশাপাশি টিকা বণ্টনের ক্ষেত্রে কেন্দ্রের সংরক্ষণের নীতির সমালোচনা করেন সোনিয়া। তাঁর মতে অতিমারির পরিস্থিতিতে এটি হওয়া উচিত নয়।