বৃহস্পতিবার বাংলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন। এদিন ভোট শুরুর পর থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। তবে শান্তিতেই ভোটগ্রহণ চলছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। আর নিজের কেন্দ্রে শান্তিপ্রিয় ভোটগ্রহণ চলায় খুবই খুশি কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন নিজের নির্বাচনী কেন্দ্রে বুথে বুথে ঘুরে জয়ের ব্যাপারে নিশ্চিত বলেই দাবি করেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী।
তাঁর বিপরীতে রয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়। কিন্তু তাঁকে নিয়ে মোটেই চিন্তিত নন প্রথমবার ভোটযুদ্ধে নামা কৌশানী মুখোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, ‘আমি জিতব নিশ্চিত। জয়ের ব্যাপারে আশাবাদী। মুকুল রায়কে আমি জনসংযোগেই হারিয়ে দিয়েছি। দিদিই মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি একাই একশো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে এসেছে তাদের উপর ভরসা রয়েছে।’