তিনি ‘আগুনপাখি’। সর্বদাই সততার পক্ষে। গানকে হাতিয়ার করেই দীর্ঘ ২৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন নচিকেতা চক্রবর্তী। তবে এর পাশাপাশি নচিকেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের শিল্পীও। প্রায় প্রতি বছরই তাঁর গান মাতিয়ে দেয় ২১শে জুলাইয়ের মঞ্চ। এখন ভোটের সময় মমতার হাত শক্ত করতে প্রচারেও বের হচ্ছেন তিনি। যেমন বুধবারই দুর্গাপুরে তৃণমূলের হয়ে প্রচারে দেখা গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে। জনসভার মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, তাঁর দেখা সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগের উত্তরে বিজেপিকে বিঁধে তাঁকে বলতে শোনা গেল, ‘কানার থেকে ঝাপসা ভাল।’
প্রসঙ্গত, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদারের হয়ে গতকাল প্রচারে আসেন নচিকেতা। অংশ নেন দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে এক জনসভায়। পরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ। তবু কেন তাদের হয়ে প্রচারে? এই প্রশ্নের উত্তরে তাঁর সপাট জবাব, ‘কানার চেয়ে ঝাপসা ভাল।’ নচিকেতার দাবি, ওঁর চোখে দেখা বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘বাংলা ও বাঙালির সংস্কৃতি ও কৃষ্টিকে সুরক্ষা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’ সেই কারণেই জোড়াফুলের হয়ে ভোট প্রচারে নেমেছেন তিনি।