দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে নিজেই নিজের রেকর্ড ভাঙছে এই মারণ ভাইরাস। প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। পাশাপাশি চলছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দিল্লীতে জারি হয়েছে লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিতে মাইক্রোকনটেইনমেন্ট জোন তৈরির ক্ষেত্রে জোর দিয়েছেন। অফিসগুলিতেও কর্মী সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় বন্ধ হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের শালবনির একটি নোট মুদ্রণ কেন্দ্র। বুধবার থেকে আগামী চারদিনের জন্য বন্ধ থাকবে মুদ্রণ কেন্দ্রটি।
বুধবার সকালে ওই মুদ্রণ কেন্দ্রের কর্তৃপক্ষের তরফে একটি নোটিস দিয়ে জানানো হয়, ২১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মুদ্রণ কেন্দ্রটি। কর্মীদের সকলকেই হোম আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে থেকেই কাজ করবেন কর্মীরা। চার দিন পর প্রয়োজনে কেবল উচ্চপদস্থ আধিকারিকরাই অফিসে আসতে পারবেন। মুদ্রণ কেন্দ্রের ২৬ জন কর্মীর একইসঙ্গে করোনা রিপোর্ট পজিটিভ আসায় কর্তৃপক্ষ তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত দুই সপ্তাহ সমস্ত কর্মীকে বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কর্মী বা আধিকারিক শহর ছেড়ে যেতে পারবেন না এমন নির্দেশও দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।