গত ১ মাসে অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে মারণ করোনা ভাইরাস। সেকেন্ড ওয়েভে জেরে বেসামাল গোটা দেশ। ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লীরও। সেখানে দৈনিক সংক্রমণ মাত্রা ছাড়া। এর জেরে সোমবার রাত থেকে আগামী এক সপ্তাহের জন্য দিল্লীতে লকডাউন জারি করল কেজরিওয়াল সরকার। রবিবারই সাংবাদিক বৈঠকে দিল্লীর ভয়াবহ পরিস্থিতির কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, গোটা দিল্লীতে আর মাত্র ১০০টি আইসিইউ বেড রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেনেরও অভাবও চিন্তার ভাঁজ ফেলেছে।
তাই করোনার দৈনিক সংক্রমণের চেন ভাঙতেই সেই রাজ্য জুড়ে ছয় দিনের জন্য জারি ১৪৪ ধারা। আজ অর্থাৎ সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনতার কাছে আর্জি জানান, “স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন।” একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের কাছে তাঁর আবেদন দিল্লী ছেড়ে না যাওয়ার।
কেজরিওয়ালের আশ্বাস, সাময়িক পরিস্থিতি সামলাতেই এই সীমিত সময়ের লকডাউন জারি করা হয়েছে। উল্লেখ্য, রবিবারই দিল্লীতে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫,৪৬২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর জেরেই এদিন লকডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই ছয়দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া সেখানে সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে রাজ্যের বাসিন্দাদের না বেরনোর আর্জিও করেছে সরকার। তবে চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা।