আজ, শনিবার বাংলায় চলছে পঞ্চম দফার নির্বাচন৷ এদিন, ভোটপঞ্চমীর সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ সকাল থেকেই সেভাবে উত্তপ্ত না হয়ে উঠলেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা নজর কেড়েছে। কোথায় স্থানীয় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তো কোথাও প্রার্থীদের বুথে ঢুকতে বাধার অভিযোগ উঠল। বেশ কিছু বুথে ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ শুরু করতেও দেরি হয়েছে।
মালবাজার বিধানসভার ওদলাবাড়ি হিন্দি হাই স্কুলের ২০/৪৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ ভোটাররা অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, জওয়ানরা ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলছেন। স্থানীয় তৃণমূল নেতা রাসেল সরকারের অভিযোগ, লাইনে দাঁড়ানো ভোটারদের সরাসরি বিজেপিকে ভোট দিতে বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।
এদিকে, বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকায় ভোট শুরু হয় দেরিতে। বাগডোগরা রেলকলোনি আর ডি প্রাইমারি স্কুলে মেশিন খারাপ থাকায় ৫০মিনিট পর শুরু হয় ভোট। ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের খড়িবাড়ি ব্লকের গাজীজোতের একটি বুথেও ইভিএম বিকল হয়ে পড়ে। ইভিএম ঠিক করার জন্য ঘটনাস্থলে আসতে হয় ইঞ্জিনিয়ারদের। সাড়ে আটটায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। অন্যদিকে মক পোলের সময় ২৭/৭৩ নম্বর প্রেতাজোত বুথে ভিভিপ্যাট খারাপ থাকায় পরিবর্তন করা হয়েছে।