ভোট মিটে গিয়েছে আগেই। কিন্তু ভোট-পরবর্তী হিংসা এখনও থামছে না। ফের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির খানাকুলে। সূত্রের খবর, সেখানে কিশোরপুর এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
লোহার রড, লাঠি দিয়ে সেই তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। স্বপন মাঝি নামে ওই তৃণমূল কর্মী পঞ্চায়েত সমিতির সদস্য বলে জানা গেছে। স্বপন মাঝির অভিযোগ, বৃহস্পতিবার রাতে গ্রামের স্কুলের মাঠে পাড়ার কয়েকজনের সঙ্গে গল্পগুজব করছিলেন। বাড়ি ফেরার পথে বিজেপি-র কয়েকজন কর্মী-সমর্থক তাঁর পথ আটকায়। কিছু কথা কাটাকাটি হয়, তারপরই তাঁর ওপর চড়াও হয় তারা। তাঁকে পাশের গ্রামে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
আহত অবস্থায় পাশের গ্রামে রাস্তার ধারেই পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়দের থেকে খবর পেতেই পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। যদিও স্থানীয় বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, এটা নিতান্তই কোনও ব্যক্তিগত সমস্যা বা পুরনো শুত্রুতার জেরে ঘটেছে। ইচ্ছা করে তাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। উল্লেখ্য, আরামবাগ-খানাকুলে ভোট হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোট মিটলেও হিংসার রাজনীতি এখনও অব্যাহত। আর প্রতিটি ঘটনাতেই কাঠগড়ায় বিজেপি।