বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে পরবর্তী দফাগুলি দিন বদল বা এক দফায় সবগুলি কেন্দ্রে ভোটগ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফে ভোটের দফা কমানোর বিষয়ে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। তবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ‘কঠোর ভাবে’ কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছে কমিশন।
বিধানসভা ভোটপর্বের মাঝে রাজ্য জুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকে। তাই পরিস্থিতি পর্যালোচনার জন্য পঞ্চম দফার ভোটের আগের দিন কমিশনের দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকের আয়োজন হয়। তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চা-সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন কমিশনের আধিকারিকেরা।
করোনা সংক্রমণ রুখতে শেষ তিন দফার (ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম) ভোট এক সঙ্গে করা প্রস্তাব দেওয়া হয় তৃণমূলের তরফে। দলের প্রতিনিধি পার্থ চট্টোপাধ্যায় বৈঠক শেষে বলেন, ‘শেষ তিন দফার ভোটগ্রহণ যদি এক দফায় করা হত, তবে মানুষের জীবন অনেক বেশি সুরক্ষিত থাকত বলে আমরা মনে করি। তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা কমিশনকে শেষ ৩ দফার ভোট এক দিনে করার আর্জি জানিয়েছি।’ তবে সেই দাবিতে কমিশনের অনুমোদন মিলেছে কি না সে বিষয়ে কিছু বলেননি পার্থ।
দিন কমানোর আবেদন জানালেও প্রচারে কোনও ‘ফাঁক’ রাখার পক্ষপাতী নন পার্থ। তিনি বলেন, ‘প্রচার অব্যাহত রাখার কথাও আমরা বলেছি। আমরা চাই এই পরিস্থিতিতে মানুষকে সর্বোচ্চ পরিষেবা দেওয়া উচিত। নির্বাচনের জন্য অনেক আধিকারিক ব্যস্ত রয়েছেন। তাঁরা করোনার কাজ করতে পারছেন না। অনেক পুলিশও ভোটের কাজে ব্যস্ত রয়েছে।’ বিজেপি এবং সংযুক্ত মোর্চা শেষ ৩ দফার ভোট একবারে করানোর প্রস্তাবে সায় দেয়নি বৈঠকে।