কিছুদিন আগেই শীতলকুচি নিয়ে তাঁর মন্তব্যে কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। তাঁর হুমকি ছিল, ‘শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ এবার ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ। ‘মর্নিং ওয়াক’, ‘চায়ে পে চর্চা’ আর রাজনৈতিক আক্রমণের সঙ্গে অতিরিক্ত সংযোজন ছিল বিদ্যাসাগর নিয়ে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য।
মঙ্গলবার সকালে বর্ধমানের নীলপুর বাজার এলাকায় মর্নিং ওয়াক করেন তিনি। পরে নীলপুরের বটতলা এলাকায় ‘চায় পে চর্চা’-য় অংশ নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কমিশনের নোটিশের জবাব তিনি দিয়েছেন।’ শহর হোক বা জেলা সফর, সকাল হলেই নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ। এই অভ্যাস প্রসঙ্গেল দিলীপ জানান, ‘বিদ্যাসাগর মহোদয় আমাদের পাড়ার ছেলে। ওনার মালা দিয়ে পায়ের নীচে বসে আছি, চা খাচ্ছি, সুন্দর পরিবেশ।’ দিলীপের এই মন্তব্যের পরই তাঁকে নিয়ে হাসির রোল ওঠে নেটদুনিয়ায়। সমালোচনার মুখেও পড়তে হয় বিজেপির রাজ্য সভাপতি।