এর আগে বিএস ইয়েদুরাপ্পা, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টরের মত একাধিক বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও কোভিডে আক্রান্ত হয়ে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন যোগী আদিত্যনাথও। কোভিডে আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। যোগী জানিয়েছেন, সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশের যে পাঁচটি রাজ্যের কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। এবার সেখানকারই মুখ্যমন্ত্রীকে করোনা আক্রান্ত হতে হল। ইতিমধ্যেই ধর্মীয় স্থানে জমায়েতের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। তার পরেও রোখা যাচ্ছে না সংক্রমণ। যোগী জানিয়েছেন, তাঁর আইসোলেশনে থাকার কারণে রাজ্য সরকারের কাজে কিছুটা ব্যাঘাত ঘটবে। তবে তিনি বাড়ি থেকেই সরকারের যাবতীয় কাজ দেখভাল করবেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাতেও ভোটের প্রচার করে গিয়েছেন যোগী। তাই অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপিও।