চতুর্থ দফার ভোট শেষ হতে না হতেই ফের সমস্যায় গেরুয়া-নেতৃত্ব। এবার বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বন্দুক, গুলি, তাজা বোমা। ভোট আবহে চাঞ্চল্যকর ঘটনা বসিরহাটের হাড়োয়ার গোপালপুর ১ নম্বর পঞ্চায়েতের মুন্সির ঘেরি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মুন্সির ঘেরি এলাকায় বিজেপি নেতা হিমাংশু সর্দারের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, ওই নেতার বাড়িতে অস্ত্র মজুত করা হয়েছে। হাতেনাতে হিমাংশুকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার হয় ২টি এক নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬টি তাজা বোমা। আগামী ১৭ই এপ্রিল হাড়োয়ায় পঞ্চম দফার নির্বাচন। তার আগে অস্ত্র, বোমা ও গুলি মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। ভোটে অশান্তি ও আতঙ্ক পরিবেশ তৈরি করতে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।