ভোট মিটে গিয়েছে। কিন্তু এলাকায় অশান্তি এখনও অব্যাহত। এই ভোট মরশুমে রাজনৈতিক হিংসায় উত্তাল গোটা রাজ্যই। কোথাও রাজ্যের শাসকদলের নেতারা আক্রান্ত হচ্ছেন তো কোথাও আবার দলের কর্মী-সমর্থকরা মার খাচ্ছেন। আর প্রতিটি ঘটনাতেই কাঠগড়ায় বিজেপি। এবার ভোট পরবর্তী সেই হিংসায় ধুন্ধুমার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের জলপোল এলাকায়৷
সোনারপুর পুর এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল কর্মীরা। আর এবারও অভিযোগের তির সেই বিজেপির দিকেই। আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, সোমবার রাতে দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে তাঁরা ছুটে যান। পরে অবশ্য জানতে পারেন উড়ো খবর দিয়ে তাঁদের ফাঁদে ফেলা হয়েছিল। অভিযোগ, ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তায় তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। রড, লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে তাঁদের মারধর করা হয় বলে খবর। নিমাই সর্দার ও রণ সর্দার নামে দুই তৄণমুল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন মোট ৪ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা পাপিয়া হালদারের অভিযোগ, “নির্বাচনে খারাপ ফল করবে জেনেই এখন থেকে সন্ত্রাস শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিভিন্ন এলাকায় তৃণমূলের উপর হামলা চালানো হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।” এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সোনারপুর উত্তর বিধানসভা এলাকার ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি তাপু চৌধুরী। তবে এই ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।