এর আগে তৃণমূলের এক অভিনেত্রী-সাংসদকে গাছে বেঁধে পেটানোর হুমকি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন আব্বাস সিদ্দিকি। এবার বনগাঁর এক সভা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে সমালোচনার মুখে পড়লেন তাঁর দলেরই নেতা নওশাদ সিদ্দিকি। বনগাঁয় গোপালনগর হাইস্কুল মাঠে সংযুক্ত মোর্চার সমর্থনে এক সভায় আইএসএফ নেতা নওশাদ বলেন, উৎবের মেজাজে ভোট দিতে যান। বিজেপি, তৃণমূলের দুষ্কৃতীরা যদি বাধা দিতে আসে তাহলে বুঝবেন তারা সংবিধান বিরোধী কাজ করছেন।
আর যদি কেউ সংবিধান বিরোধী কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। তাতে কাজ না হলে ওদের গাছে বেঁধে রাখুন। ভোট শেষ না হওয়া পর্যন্ত ওদের ছাড়বেন না। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্ক বাঁধিয়েছে। ভাইজানের মতো তাঁকেও এবার সমালোচনার মুখে পড়তে হয়েছে।