বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী-সহ মোট ৩২ জনকে নির্দোষ বলে ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবকেই রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল যোগী সরকার। তাঁকে এবার উত্তরপ্রদেশের ডেপুটি লোকায়ুক্ত নিয়োগ করা হল।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত রায় দেওয়ার সময় জানায়, বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত ছিল না। এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবেও বিবেচনা করা যায় না। সিবিআই আদলতের যে বিশেষ বেঞ্চ এই রায় দেয় তার প্রধান ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, অভিযুক্তরা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন। এবং তাঁরা করসেবকদের মসজিদ ধ্বংস করতে উসকানি দিয়েছিলেন।
কিন্তু বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব তাঁর পর্যবেক্ষণে বলেন, তথ্য প্রমাণ হিসাবে যে ভিডিও দাখিল করা হয়েছে তা মোটেই পরিষ্কার নয়। এবং ভিডিওর ক্যাসেট সিল করা ছিল না এবং তার সত্যতা যাচাইয়ের জন্য কোনও ফরেন্সিক পরীক্ষাও করা হয়নি। সেই সঙ্গে বিচারপতি এ-ও জানান, যারা মসজিদের গম্ভুজে উঠেছিল তারা ‘সমাজবিরোধী’ ছিল। উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবের এটাই ছিল শেষ মামলা। তাঁকে এবার উত্তরপ্রদেশের ডেপুটি লোকায়ুক্ত নিযুক্ত করে ‘পুরষ্কৃত’ করা হল।