‘দিদি ও দিদি’র পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি কাণ্ডে বিজেপি নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা করলেন। পাশাপাশি মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘হাজারটা মিটিং করলেও বাংলাকে পাবেন না’।
সোমবার একইদিনে রাজ্যে একাধিক নির্বাচনী জনসভা করছেন মোদী ও মমতা। স্বাভাবিকভাবেই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। এদিন দমদমের সভা থেকে এক্ষেত্রেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মোদীর সভার কারণেই সময়ের আগে সভায় পৌঁছতে হয়েছে তাঁকে। নাহলে অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েদিয়েছিল কমিশন। কটাক্ষের সুরে বলেন, ‘দাঙ্গা করে তো ক্ষমতায় এসেছে। কেন এত সুবিধা পাবেন তিনি’? এরপরই ‘দিদি ও দিদি’ সম্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘উনি তো মহিলাদের সম্মান করতে জানেন না, জানবেনই বা কী করে! যে নিজের স্ত্রীকে সম্মান করে না তাঁর কাছে এটা আশা করা যায় না’।
শীতলকুচি কাণ্ড নিয়ে বিজেপি নেতাদের একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মমতা। রাহুল সিনহার ‘৮ জনকে মারা উচিত ছিল’ মন্তব্য প্রসঙ্গে বলেন, এরা কোথা থেকে এসেছে! এরপরই মমতা এই বিজেপি নেতাদের পলিটিক্যালি ব্যান করার দাবি জানান তিনি। কেন্দ্রের একাধিক প্রকল্পের বিরোধিতা করেন তিনি। উল্লেখ্য, চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। তাঁর পরই বিতর্ক আরও উস্কে দিয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য। সেই তালিকায় যুক্ত হয়েছেন রাহুল সিনহা। হাবড়ার বিজেপি প্রার্থী বলেছেন, ‘চার নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল’।