নির্বাচনী প্রচারে আজ জলপাইগুড়ির মাল-এ জনসভা করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন। এছাড়া, শীতলকুচির ঘটনা নিয়েও গেরুয়া শিবিরকে তুলোধনা করেন অভিষেক। মূলত, সোমবারের সভা থেকে শীতলকুচি-সহ সব বিষয়েই বিজেপি-র ওপর আক্রমণ শানান।
অভিষেক বলেন, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষায় যে গুলি চালায়নি তা প্রমাণ হয়ে গিয়েছে। সবকটি গুলি চলেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। একেবারে প্ল্যান করে সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে। ২ মে সরকার গঠনের পর এই ঘটনা নিয়ে তদন্ত হবে এবং যাঁরা দোষী তাঁদের সকলের শাস্তি হবে। আত্মরক্ষার্থে গুলি চালান হয়েছে বলে যে কথা বলছে কেন্দ্রীয় বাহিনী, তা মিথ্যে বলেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব মানুষের জন্য বিভিন্ন পরিষেবা নিয়ে এসেছেন। এর মধ্যে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ন্যূনতম মাসিক আয় প্রকল্প রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। তাই তিনি মহিলাদের জন্য মাসিক ন্যূনতম ৫০০ টাকা দেওয়ার কথা বলেছেন। এসসি/এসটি -দের জন্য এই মাসিক অনুদানের পরিমাণ ১ হাজার টাকা। কৃষকদের একর প্রতি ক্ষমতায় আসলে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ২ মে সরকার প্রতিষ্ঠা হলে দিল্লীর ৬ হাজার টাকা নয়, দিদি ১০ হাজার টাকা দেবেন। পাশাপাশি বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে।”