বাগুইআটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ। আজ দমদমের সভা থেকে ফেরার পথে বাগুইআটি বাসস্ট্যান্ডের কাছে পরিত্যক্ত গাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বিষয়টি দেখতে পেয়ে সেখানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আজ দমদমে সভা ছিল মমতার।
সেখানে সভা শেষে উড়ালপুল ধরে ফেরার পথে তিনি দেখেন, বাগুইআটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাউদাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ততক্ষণে আগুন আতঙ্কে ছোটাছুটি শুরু করেছেন স্থানীয়রা। মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি বুঝে ফোন করেন দমকলে। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের কারণে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে ছড়ায়।
উড়ালপুল থেকে গোটা পরিস্থিতিতে নজর রাখেন মমতা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল ছাড়েন তিনি। জানা গিয়েছে, বাগুইআটি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই চারটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সোমবার দুপুরে হঠাৎই সেখানে আগুন লেগে যায়। যদিও কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি।