ভোটের সকালে রক্তাক্ত হয়েছে কোচবিহার। মৃত্যু হয়েছে ৫ জনের। তাঁদের মধ্যে ৪ জনের প্রাণ গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। সেই ঘটনার জন্য উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও বাদুড়িয়ার সভা থেকে সরাসরি অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘গুলির বদলা নিতে হবে ভোট দিয়ে’।
গুলি চালনার ঘটনা প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি হোম মিনিস্টার অমিত শাহ চক্রান্ত করছেন। সিআরপিএফকে বিজেপির হয়ে কাজ করতে হচ্ছে। বিজেপি জেনে গিয়েছে ওরা হারবে। তাই নানারকম অশান্তি ছড়াচ্ছে। আমাদের কর্মীদের গুলি করে মারছে। সাধারণ মানুষকে মারছে’। মমতার প্রশ্ন, ‘কী অন্যায় করেছিল এই চারজন? আমজনতার উপর অত্যাচারের জন্য কেন্দ্রীয় বাহিনীকে কেন নির্দেশ দিচ্ছে অমিত শাহ’?
নির্বাচন কমিশনকেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। ‘বাধ্য হয়ে গুলি চালিয়েছে বাহিনী’, কমিশনের এই সাফাইয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘এত গুলো লোককে মেরে বলছে আত্মরক্ষা’। সরাসরি আক্রমণ করেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেকে। পাশাপাশি এদিন দলের কর্মীদের তিনি বলেন, ‘আমি বলব, কেউ অশান্তি ছড়াবেন না। ভোট দিয়ে বদলা নিন। তবেই মৃতদের আত্মা শান্তি পাবে’।
উল্লেখ্য, ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই কোচবিহারের মাথাভাঙা বিধানসভার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। আহত আরও চারজন। বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।