একুশের ভোটে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বারবারই অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। এবার যেমন ফের বিতর্কে বাহিনী। বিজেপিকে ভোট দিতে হবে! হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে এমনই নির্দেশ দিতে দেখা গেল তাদের। তৃণমূল এজেন্টদের মারধরের অভিযোগও উঠল বাহিনীর বিরুদ্ধে। কারও হাতে চোট লেগেছে, তো কারও আবার মাথা ফেটেছে। এমনকী, মহিলাদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।
শাসকদলের দাবি, তাঁদের আশ্রাব্য গালিগালাজ করেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল ১৮৫ নম্বর বুথে। উল্লেখ্য, এদিনই কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ জন। আর এরই মধ্যে পাঁচলায় আবার বিজেপিকে ভোট দিতে হবে বলে চাপ দেওয়ার পাশাপাশি তৃণমূল এজেন্টদের ‘বেধড়ক মারধর’ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।