শরিক দলের ২২ জন প্রার্থীকে জয়পুরে সরিয়ে আনল আসাম কংগ্রেস। বিজেপি তাঁদের টাকা দিয়ে কেনার চেষ্টা করবে এই আশঙ্কাতেই শরিক দলের ২২ প্রার্থীকে জয়পুরে নিয়ে আসা বলে মনে করা হচ্ছে। এমন আশঙ্কার কথা প্রকাশ করে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচারে গিয়ে বলেছিলেন ‘২০০ আসন না পেলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি’।
সবে ভোট শেষ হয়েছে আসামে তারমধ্যেই ঘোড়া কেনা বেচার আশঙ্কা করছে কংগ্রেস। তাই আগে থাকতেই সতর্ক হয়েছেন তাঁরা। কয়েকদিন আগেই বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম দেখা গিয়েছিল। তারপরেই কমিশনে নালিশ জানিয়েছিলেন প্রিয়াঙ্গা গান্ধী। পরে সেই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করে কমিশন। কিন্তু তাতে শান্তি পাচ্ছেন না তাঁরা। যেকোনও মূল্যে কংগ্রেসের শরিক প্রার্থীদের কেনার চেষ্টা করবে বিজেপি এমনই আশঙ্কা করছে আসাম কংগ্রেসের।
জানা গেছে, মৌলনা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে গঠিত অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট, বামফ্রন্ট এই তিন শরিক দলের প্রার্থীদের জয়পুরে নিয়ে গিয়ে একটি রিসর্টে রাখা হয়েছে। রণদীপ সুরজেয়ালা জানিয়েছেন রেজাল্ট বেরোনো আগে থেকেই বিজেপি টাকার লোভ দিয়ে এই শরিক দলের প্রার্থীদের কেনার চেষ্টা করবে। সরকার থাকলেও এনআরসি এবং সিএএ-র কারণে আসামে একটু চাপে রয়েছে বিজেপি। সেকারণেই নিজেদের ঘাঁটি শক্ত করতে ঘোড়া কোনাবেচার কৌশল তারা নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।