শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে নিশানা করল তৃণমূল। রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নাম ঘোষণা করে দিয়েছি। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? আমরা তো জানি আমরা সরকারে আসব’। কটাক্ষ করে তিনি বলেন, অন্তত বিরোধী দলনেতার নাম তো ঘোষণা করা উচিত।
রাজ্যের কোনও নেতাদের দেখা যায় না, কিছু প্রার্থীরাও বেপাত্তা হয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি। শুধু দু’জনকেই দেখা যাচ্ছে বলে নাম না করে মোদী-শাহের কথা বলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
এদিন ডেরেক ও’ব্রায়েন শাহকে ‘জুমলা’ বলে একটি বিস্ফোরক ভিডিও দেখান। একটি সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অমিত শাহকে বলতে শোনা যায়, যে ১৫ লক্ষ টাকার কথা ‘জুমলা’। ওই সাংবাদিক শাহকে প্রশ্ন করেছিলেন,১৫ লক্ষ টাকা কেউ পেলেন না কেন? সেই প্রশ্নের উত্তরে শাহ বলেন, ‘ওটা জুমলা। সবাই জানে ১৫ লক্ষ টাকা করে দেওয়া সম্ভব নয়। ওটা প্রচারের কৌশল’। আর এই নিয়ে এদিন বিজেপিকে বিঁধল তৃণমূল।
ডেরেকের দাবি, গো-হারা হারতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জে প্রার্থী করেছে গেরুয়া শিবির। সেই প্রসঙ্গও টেনে তিনি বলেন, সেখানেও হারবে বিজেপি। প্রসঙ্গত, আগামীকাল টালিগঞ্জে ভোটগ্রহণ। আর তার আগে সেই নিয়েও বিজেপিকে তোপ দাগলেন ডেরেক।