আজ চতুর্থ দফা নির্বাচনের শেষ দিনের প্রচারে আলিপুরদুয়ারের পরই কোচবিহারের তুফানগঞ্জে নির্বাচনী প্রচার সারলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ফের একবার বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণ শানান। বলেন, আয়ুষ্মান ভারতের অনেক শর্ত আছে। কিন্তু বাংলার স্বাস্থ্যসাথী কোন শর্ত ছাড়াই সবাইকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী কার্ড বাংলায় মহিলা ক্ষমতায়নের প্রতীক হিসাবে পরিবারের মহিলাদের নামে করেছেন।
কোচবিহারে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককেও এদিন একহাত নেন তিনি। বলেন, “ওই সাংসদ এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি। কোচবিহারের যা উন্নয়ন, তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁরা তো নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা নিয়েও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কথা সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে। ২মে-র পর ওঁরা মুখ লুকোনোর জায়গাও পাবে না।”
এরপরই গতবছরের মার্চে করোনা আবহে দেশজুড়ে অপরিকল্পিত লকডাউন ঘোষণা করার জন্য এদিন বিজেপি সরকারকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর অভিযোগ, এই লকডাউন একেবারেই পরিকল্পিত ছিল না। ফলে অসংখ্য মানুষের চাকরি চলে গিয়েছে, অনেকের ব্যবসায় ক্ষতি হয়েছে। আর তাঁদের দিকে তাকিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন প্রদান চালু করেছিলেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া সত্ত্বেও সেই প্রকল্প বন্ধ হয়নি। এরপরই বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারের কোনও টাকা, প্রকল্প কিছু লাগবে না। ২রা মে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে।”