দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ইতিমধ্যেই ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে তা। লকডাউন, নাইট কার্ফু শুরু হয়েছে একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে ফের শুরু হয়েছে চাকরি হারানোর সময়।
ওলাতে চাকরি করতেন মহম্মদ শাব্বির আনসারি। সদ্য চাকরি হারিয়ে তিনি বলছেন, ‘আবার বাড়ছে করোনা। আমি পুরো খালি হাতে বসে আছি। এররকম চলতে থাকলে আগামী ১০ দিনের মধ্যে আমাকে ঝাড়খণ্ডে বাড়িতে ফিরে যেতে হবে। প্রথম লকডাউনের সময় ঝাড়খণ্ড সরকারকে বলেছিলাম সাহায্য করতে। কিছুই করেনি।’
দু’বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে ছেড়েই দিল্লীতে কাজ করতে এসেছিলেন ‘পরিযায়ী’ আনসারি। পুরোনো স্মৃতি উস্কে তিনি বলেন, ‘একমাত্র আমরাই জানি প্রথমবারের লকডাউনে কী হয়েছিল। এবার সেটা আর ফিরে পেতে চাই না।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, লকডাউন পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি এবং প্রথমবারের লকডাউন থেকে শিক্ষা নিয়ে একাকী কাজের জায়গায় ফিরে এসেছেন তাঁরা।