রাজ্যে তিন দফা নির্বাচন শেষ। বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠছে। এমনকী, এজেন্টদের মারধরের অভিযোগও সামনে আসছে। এবার সাহসী এজেন্টদের পুরষ্কৃত করার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী অশান্তি করার চেষ্টা করলে, তাদের ঘেরাও করার পরামর্শ দিলেন তিনি।
বুধবার কোচবিহার উত্তরের নির্বাচনী সভা করলেন তৃণমূলনেত্রী। সেই সভা থেকে বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মী, সমর্থকদের চাঙ্গা করার ভোকাল টনিক দিলেন তিনি। তাঁর কথায়, এমন কাউকে বুথ এজেন্ট করবেন না, যাঁরা ভয়ে বা বিজেপির টাকা খেয়ে পালিয়ে আসে। তাহলে তাদের শাস্তি দেওয়া হবে বলেও জানালেন মমতা। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘সাহসী ছেলে মেয়েদের বুথ এজেন্ট করুন। তাঁরা লড়াই করলে পুরষ্কৃত হবেন’। মমতার আশঙ্কা, বুথ এজেন্টদের ভয় দেখিয়ে বা টাকার টোপ দিতে পারে। এ নিয়ে দলীয় কর্মীদের আগেভাগেই সতর্ক করলেন তিনি।
ইভিএম নিয়েও ভোটার ও দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মমতা। তাঁর কথায়, ‘ইভিএম সিল করা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। যেখানে ইভিএম থাকার কথা, সেখান পৌঁছলে তবে আপনারা ফিরবেন। প্রয়োজনে দুটি দল তৈরি করুন। তাতে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে থাকবেন। তাঁদের জন্য আপনারা রান্না করে দেবেন। যাতে তাঁরা বাইরের কিছু খেতে না পারে’।