গতকাল তৃতীয় দফা ভোট মূলত ছিল দক্ষিনবঙ্গেই। তবে সেই দিনে বিরল ভোট-দ্বৈরথের সাক্ষী থাকল উত্তরবঙ্গ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গতকাল একই দিনে উত্তরবঙ্গে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। আর পাল্টা, মুখ্যমন্ত্রীর হয়ে গোল করতে মাঠে নামেন তৃণমূল কংগ্রেসের প্রধান জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
গতকাল ডেরেক টুইট করে প্রধানমন্ত্রীকে একের পর এক অভিযোগের জবাব দেন। প্রধানমন্ত্রী যেখানে দাবি করেছেন রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসবে, তার উত্তরে সাংসদ বলেছেন প্রথম দু’দফায় হেরে গেছে বিজেপি। আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের প্রত্যুত্তরে ডেরেক হিসেব দিয়েছেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতে অপরাধের সংখ্যা।
পাশাপাশি বাংলার কর্মসংস্থান নিয়েও মোদীকে তীব্র কটাক্ষ করেছেন ডেরেক। প্রধানমন্ত্রীর মিথ্যাচারের প্রত্যুত্তরে ডেরেক বলেছেন, তৃণমূল আমলে রাজ্যে ১ কোটি কর্মসংস্থান হয়েছে। উল্টোদিকে, দেশে বেকারত্বের হার বিগত কয়েক দশকের মধ্যে সর্বাধিক। সেখানে বিজেপি কি করছে! ৭ বছর ক্ষমতায় থেকেও সোনার ভারত বানাতে পারল না মোদী সরকার। এদিকে বলছে, সোনার বাংলা বানাবে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।