‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে তাঁকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে মধ্যরাত পর্যন্ত থানার সামনে ধর্ণা দেন তৃণমূল কর্মীরা। শেষপর্যন্ত দ্রুত গ্রেফতারির আশ্বাসে ঘেরাও মুক্ত হয় থানা।
স্থানীয় সূত্রে খবর, হাড়োয়ার মহিষটিগারি এলাকায় উত্তেজনা ছড়ায় মঙ্গলবার রাতে। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী আখতার আলির পথ আটকায় একদল দুষ্কৃতী। তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তিনি বলতে না চাইলে আখতার আলিকে লাঠি, বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তৃণমূল কর্মী।
এই ঘটনার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও করে তৃণমূল নেতা-কর্মীরা। মধ্যরাত অবধি চলে ঘেরাও। দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলে ঘেরাও তুলে নেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, রাতেই এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে আজই আদালতে তোলা হবে বলে খবর। তৃণমূলের তরফে বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।