করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরেই মাস খানেক ধরে উর্ধ্বমুখী দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবারই রেকর্ড গড়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়েছিল ১ লক্ষের গণ্ডি। মঙ্গলবার তা সামান্য কমে ৯৬ হাজারের ঘরে নেমেছিল। তবে বুধবার রেকর্ড গড়ল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। এর ফলে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৬৩০ জন। তবে প্রথম থেকেই ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা স্বস্তিদায়ক থাকলেও সম্প্রতি আক্রান্তের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। আর এর ফলে মোট ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। এদিকে দৈনিক আক্রান্তের মতোই ফের বেড়েছে অ্যাকটিভ কেসও। গত ২৪ ঘন্টায় প্রায় ৫৫ হাজারের বেশি বেড়েছে তা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩।