মার্চের শেষ থেকেই বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধ। আজ অর্থাৎ মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের মোট ৩১টি আসনে। তার মধ্যে রয়েছে হুগলির তারকেশ্বর। আর সেখানেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সেখানেই এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত জওয়ানদের বেধড়ক মারধর করে স্থানীয়রা। এরপর দীর্ঘক্ষণ রামনগর থানা ঘেরাও করে বিক্ষোভ চালায় স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ভোটের কারণে স্বভাবতই বেশ কয়েকদিন আগেই এলাকায় পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের মধ্যেই ছিলেন এই দু’জন। জানা গিয়েছে, সোমবার রাতে তারকেশ্বরের রামনগরের বাসিন্দা এক নাবালিকা টিউশন সেরে বাড়ির দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর ওই দুই জওয়ান মুখ চেপে তাঁকে পাশের ঝোপে টেনে নিয়ে যায়। আতঙ্কে আর্তনাদ করতে শুরু করে নাবালিকা। শব্দ পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে যান।
এরপরই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ তুলে জওয়ানদের বেধড়ক মারধর করে এলাকাবাসী। অভিযুক্তদের জুতো পেটা করা হয় বলেও খবর মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। রাতেই সেই অভিযুক্ত দুজন জওয়ানের শাস্তির দাবিতে রামনগর থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। অভিযোগ, পুলিশকে গোটা বিষয়টি জানালেও তাঁরা বিষয়টায় গুরুত্ব দেয়নি। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার ভোরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে আয়ত্তে আসে পরিস্থিতি।