আজ, মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন বাংলায়। এই মুহূর্তে রাজ্যের তিন জেলার ৩১ আসনে ভোট চলছে। তবে এর মধ্যেই হুগলির বেশ কয়েকটি বুথে, ভোট দানে বাধা, বুথ দখলের অভিযোগ এনেছে তৃণমূল। দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তাঁর দল। এমনকি এই অভিযোগও উঠছে যে তৃণমূলে ভোট দিলেও সেটি বিজেপিতে চলে যাচ্ছে ইভিএম মেশিনে।
আরামবাগ থেকে তৃণমূলের হয়ে লড়ছেন সুজাতা খাঁ মণ্ডল। তিনিও এই অভিযোগ এনেছেন। সংবাদমাধ্যমের কাছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর স্ত্রী বলছেন, কিছু এলাকায় পরিস্থিতি ঠিক আছে। কিন্তু যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে ঠিক নেই পরিস্থিতি। ৪৫ নম্বর বুথে মানুষ তৃণমূলে ভোট দিচ্ছে। কিন্তু সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। আরান্দিতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে। সুজাতা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও আঙুল তুলেছেন। তিনি বলছেন, কেন্দ্রীয় বাহিনী মোটেই নিরপেক্ষ নয়। ওরা মানুষকে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছে।
তৃণমূলের অভিযোগ, আরামবাগের ২৫৭, ২৫৮, ২৫৯, ২৬০,২৬১,২৬২,২৬৭, ২৭০ নম্বর বুথের দখল নিয়েছে বিজেপি। এখানে তৃণমূলের এজেন্টদের ধরে মারধর করারও অভিযোগ উঠছে। আরামবাগের ২৯৩ নং বুথে গত রাতেই তৃণমূলের পোলিংকে মারধর করে বুথে যেতে না করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল সূত্রে এমনটাই অভিযোগ। আরামবাগের বেশ কিছু বুথে এজেন্টরা নিরাপত্তার অভাবে রীতিমতো বুথে প্রবেশ করতেও ভয় পাচ্ছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, গৌরহাটিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।