কয়েক মাস আগেই তৃণমূল ছেড়ে দিল্লীতে গিয়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পরপরই রথীন চক্রবর্তীও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিকে, এই দুজন বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই হাওড়ায় বিজেপির সাংগঠনিক ভাঙ্গন অব্যাহত। গতকাল আরও একবার হাওড়ার কয়েকশ বিজেপি নেতা এবং কর্মী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রথীন চক্রবর্তী-র নেতৃত্ব মানবেন না বলে জানিয়ে দিয়ে অরূপ রায় এর হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
তৃণমূলে এই যোগদান পর্ব উপলক্ষ্যে গতকাল হাওড়ার জনসভায় অরূপ রায় বলেন, “দিল্লী থেকে মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবেনা।” উল্লেখ্য, রবিবার বিকালে হাওড়ার ব্যাতাইতলা বাজারে একটি রাজনৈতিক জনসভার আয়োজন করা হয় দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে। সেখানেই উপস্থিত ছিলেন অরূপ রায়। আর সেই জনসভাতে এসেই কয়েকশ বিজেপি কর্মী এবং নেতারা ঘাসফুল শিবিরে যোগ দেন।