প্রচারে গিয়ে ফল বিলি। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল হাবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী ফল বিলি করেছেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ জানানো হয়েছে। শাসকদলের অভিযোগ, প্রার্থী প্রচারে বেরিয়ে কোনও কিছু বিলি করে ভোটারদের প্রভাবিত করতে পারেন না।
ঘটনার কথা শুনে হাবরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘পরাজয়ের বাস্তব অবস্থা বুঝতে পেরে তিনি কমিশনের নিয়মের তোয়াক্কা না করেই মছলন্দপুরে ফল বিলি করে ভোটারদের প্রভাবিত করেছেন। তবে এসব করে অন্তত হাবরায় কোনও লাভ হবে না। আমরা ওই প্রচারের ফল বিলির ছবি ও ভিডিও জোগাড় করেছি। সেসব প্রমাণ হিসেবে তুলে ধরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছি’।
অভিযোগ অস্বীকার করেননি রাহুল সিনহা। তিনি বলেন, ‘মাঠে খেলতে আসা অল্পবয়সীদের সুস্বাস্থ্যের কথা ভেবেই তাদের হাতে আপেল তুলে দিয়েছি। এর মধ্যে অন্যায়ের তো কিছু নেই’। প্রসঙ্গত, এদিন সকালে মছলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের শিমুলপুর উপনে এলাকার খেলার মাঠে যান রাহুলবাবু। সেখানে শরীরচর্চা করার পাশাপাশি চায়ে পে চর্চার কর্মসূচিতেও যোগ দেন। তখনই তিনি মাঠে আসা কম বয়সিদের আপেল বিলি করেন।