কলকাতায় তৃণমূলের হয়ে প্রচারের এসেই জয়া বচ্চনের গলায় ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা। “একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে অভিনয় করতে আসিনি।” তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন সমাজ বাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের হয়ে এ রাজ্যে প্রচার করলেন তিনি। আজ তৃণমূল ভবনে সম্বর্ধনা জানানো হয় তাঁকে। এদিন জয়া বচ্চন বলেন, “মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।” তিনি আরো বলেন, “বিরোধীরা তাঁর মাথা ফাটিয়েছে, পা ভেঙেছে কিন্তু বাংলাকে বিশ্বে শ্রেষ্ঠ করে তোলার তাঁর অদম্য জেদ, আত্মবিশ্বাসকে টলাতে পারেনি।”
পাশাপাশি, পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য, বলেন জয়া বচ্চন। তিনি জানান, একা মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর লড়াইকে শক্তি যোগাতেই দলের নির্দেশে তিনি বাংলায় এসেছেন। প্রবাসে থাকলেও তিনি বাঙালি। তাঁর গণতান্ত্রিক অধিকার কেউ তার থেকে কেড়ে নিতে পারবে না প্রকাশ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জয়া। তিনি আরও বলেন, “মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।” সাংবাদিকদের কাছে নিরপেক্ষ থাকার আর্জিও জানান জয়া। তিনি বলেন, “আপনারা বাঙালি, আপনাদের মন যা বলবে তাই করুন। বাঙালিদের ভয় দেখিয়ে কেউ কখনো সাফল্য পায় নি।”